ABOUT BDSF

বিডিএসএফ কি

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র স্বাধীন জাতিস্বত্ত্বা যার নিজের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রয়েছে। হাজার বছরের বাঙালির লড়াকু স্বত্ত্বার সংগ্রামমুখর পথচলার একটি অনন্য ফল আজকের এই স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীনতা অর্জনের জন্য যেমন রক্ত ঝড়েছে তেমনি এই স্বাধীনতা রক্ষাও তার চেয়েও কঠিন কাজ। এই কাজে বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিকশিত হতে হবে সুনাগরিক হিসেবে। নাগরিকদের একটি অংশকে হতে হবে এই রাষ্ট্রের স্বাধীনস্বত্ত্বা বজায় রাখার জন্য বুদ্ধিবৃত্তিক সংগ্রামে রত। 

বাংলাদেশ স্টাডি ফোরাম ২০১৪ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাষ্টভাবনায় নিবিষ্ট কিছু তরুণদের দ্বারা।  প্রতিষ্ঠার পর থেকেই ফোরামটি তরুণদের মাঝে রাষ্ট্রভাবনাকে গুরুত্বপূর্ণভাবে চর্চা আকারে হাজির করে। নিয়মিত সাপ্তাহিক গণবক্তৃতা, দ্বিমাসিক আলোচনা অনুষ্ঠান, বার্ষিক কনফারেন্সের পাশাপাশি ইনফর্মাল আলোচনায় বাংলাদেশ রাষ্ট্র বিষয়ক চিন্তা চেতনা ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান। 

এই প্রতিষ্ঠানের লক্ষ্য বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ ও জাতিচেতনা সমুন্নত রাখা ও বিশ্বদরবারে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করা। 

বাংলাদেশ স্টাডি ফোরাম মনে করে মনে করে বাংলাদেশ আগামীর বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অদম্য পরিশ্রম ও এগিয়ে যাওয়ার দুর্দম চেতনা ইতিমধ্যেই বাংলাদেশকে একটি নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে। এই অর্থনৈতিক রূপান্তরকে সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য দরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ। বাংলাদেশ স্টাডি ফোরাম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একটি সারথি।